মাদারীপুর প্রতিনিধি: কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচল ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নৌপথ নির্ণয় সম্ভব না হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পদ্মানদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে নৌপথ নির্ণয় সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ওই সময় চলাচলরত কয়েকটি ফেরি দিক নির্ণয় করতে না পেরে মাঝ পদ্মায় নোঙর করে আছে। এছাড়া কাঁঠালবাড়ী ঘাটে নোঙর করে আছে তিনটি ফেরি।

তিনি আরও জানান, শিমুলিয়া প্রান্তে কুয়াশা কম থাকায় ওই প্রান্ত থেকে ফেরি কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে রওয়ানা দিলে মাঝ পদ্মায় এসে কুয়াশার কবলে পরে। এ সময় চলাচলরত ফেরিগুলো পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে রাখে।

কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৬, ২০১৮)