সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকারি কাজে বাধাদানের অভিযোগে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মো. শাহিনুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর এলাকার সয়াধানগড়া উত্তর পাড়া মহল্লার নিজ বাড়ি থেকে শাহিনুরকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, শাহিনুর আলমের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধাদানের অভিযোগে নয়টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তিনি এজাহারভূক্ত আসামি।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৬, ২০১৮)