দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৯ দশমিক ৫ শতাংশ দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪৪ লাখ ৮৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ২১ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির এক কোটি ৫৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৬ কোটি ৬৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৫৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৭২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস, সায়হাম কটন মিলস, ইনটেক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, বিবিএস ক্যাবলস ও দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৭, ২০১৮)