সিরাজগঞ্জে পিকআপ ভ্যানচাপায় নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় রোববার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কনস্টেবল মো. জাহিদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে থানার এসআই জহুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুই পথচারীর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত বেগে পালিয়ে যায়। তবে চালকসহ এটিকে ধরতে অন্য থানাগুলোতে মেসেজ পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৮)