রংপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত
রংপুর প্রতিনিধি : রংপুর সদর উপজেলার লাহিরীর হাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে পল্লী বিদ্যুতের মালামাল নিয়ে একটি ট্রাক সদর উপজেলার পাগলাপীরে যাচ্ছিল। এ সময় লাহিরীরহাট এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চারজন মারা যান। আহত দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, লাহিড়ীর হাট এলাকায় রংপুর থেকে বদরগঞ্জগামী ওই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চার যাত্রীর মৃত্যু হয়। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৮)