দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যাংক খাত অনেক দুর্বল হয়ে গেছে এই কথাটি একদমই সঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (১৮ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট মিলনায়তনে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,এ খাতে অনেক অসুবিধা ও অক্ষমতার বিষয় রয়েছে। যেকোনো দেশের ব্যাংক খাতেই এসব সমস্যা থাকে। সময় মতো সমস্যাগুলোকে ঠিক করে নেওয়াও সম্ভব। তবে দুর্বল এটি সঠিক কথা নয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ বাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৮)