দ্য রিপোর্ট ডেস্ক শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২৫৪ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) এই লোকসান বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪.৩২ টাকা। যার পরিমান আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৪.০৫ টাকা। এ হিসেবে লোকসান বেড়েছে ১০.২৭ টাকা বা ২৫৪ শতাংশ।

কোম্পানিটির চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সম্পদ দাড়িঁয়েছে ঋণাত্মক ২৭১.৬৯ টাকা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৮)