দ্য রিপোর্ট প্রতিবেদক: রেকর্ড ডেট পরবর্তী বোনাস শেয়ারসমন্বয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষে উঠে এসেছে মুন্নু জুট স্টাফলার্স। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭৬ শতাংশ। তারপরেও কোম্পানিটির বোনাস শেয়ার গ্রহিতারা লাভবান হয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার মুন্নু জুটের শেয়ার দর ছিল ৫৬৩৪.২০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর কমে দাঁড়িয়েছে ১৩৩০.২০ টাকায়। অর্থাৎ শেয়ার দর ৪৩০৪ টাকা বা ৭৬.৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

কোম্পানিটির পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ৩৫০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। যা সমন্বয়ে শেয়ার দর হয় ১২৫২ টাকা। তবে শেয়ারটি দিন শেষে দাড়িঁয়েছে ১৩৩০.২০ টাকায়। এ হিসাবে বোনাস শেয়ার গ্রহিতারা লাভবান হয়েছেন।

এদিন ডিএসইর লুজার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে- মুন্নু সিরামিকের ১৬.৩৬ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১৫.২৮ শতাংশ, রেনেটা লিমিটেডের ১২.২২ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ১০.৬৩ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯.৫৬ শতাংশ, একটিভ ফাইনের ৮.৫৪ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৮৩ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৫.৯৫ শতাংশ এবং এসিআই লিমিটেডের শেয়ার দর ৫.৫৫ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৮, ২০১৮)