নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান
দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় কেউ ভুল তথ্য দিয়ে থাকলে দুর্নীতি দমন কমিশন- দুদক তার জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। আমরা বিশ্বাস করি, দেশের জনগণ কোনও স্বীকৃত দুর্নীতিবাজকে নির্বাচিত করবে না। বললেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির সমস্যাটা হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে। আপনি যদি ডানে হাত দেন দুর্নীতি, বামে হাত দেন দুর্নীতি। সেজন্যই বলি, শুধু আমরা একা হইচই করলে হবে না। এতে আপনাদের লাগবে, সরকার লাগবে, সবাইকে লাগবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে মুখোশ উন্মোচন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‘দুর্নীতিবাজের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে। আর সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচনে অংশ নিলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নেই। নির্বাচন হচ্ছে কিনা, এটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের কাজ করে যাবো। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা চাইবো নির্বাচন কমিশনে তারা সঠিক সম্পদের হিসাব জমা দেবেন।’
তিনি বলেন, আমরা চাই, একটা সুন্দর দেশ, দুর্নীতিমুক্ত একটি দেশ। আমাদের দেশের ইজ্জত যদি রাখতে চাই, তাহলে একযোগে কাজ করতে হবে।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৯, ২০১৮)