ব্লকে ২৫ কোটি টাকার লেনদেন, শীর্ষে ইউনাইটেড পাওয়ার
দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৫স কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসব কোম্পানির মোটি ১৩ লাখ ৪৯৯টি শেয়ার ৩১ বার হাত বদল হয়েছে। যার মোট দর দাঁড়ায় ২৫ কোটি ৩ লাখ ৬৩ হাজার টাকার।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের। ব্লক মার্কেটে আজ কোম্পানিটির ২০ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের।
এছাড়া বঙ্গজের ৬ লাখ ২৮ হাজার টাকার, বিবিএস কেবলসের ৪১ লাখ ৪২ হাজার টাকার, দুলামিয়া কটনে ৮ লাখ ৩৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৫৬ লাখ ৪১ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ৫ লাখ ৪৫ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১০ লাখ ৮২ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৮ লাখ টাকার এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৯, ২০১৮)