কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এর ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৮)