দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে কেন্দ্রীয় গোলাবারুদ ডিপোতে (সিএডি) বড় ধরনের একটি আকস্মিক বিস্ফোরণে আন্তত ছয়জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে রাজ্যটির ওয়ার্দা জেলার বড় এ সামরিক সম্ভারে ঘটনাটি ঘটে। আর ওয়ার্দার ওই ডিপোটি নাগপুর থেকে ১২০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনেটে ডিপোতে একটি কামানের গোলা ধ্বংসের জন্য গাড়ি থেকে নামানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কামানটি অনেক পুরোনো ছিল বলেও জানায় তারা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৮)