কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় র্যাবের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ দিদারুল ইসলাম ওরফে মৌলভী দিদার (৩২) নামে তালিকাভূক্ত এক জলদস্যু নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ নভেম্বর) ভোরে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মধ্য আমজাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।
নিহত দিদারুল ইসলাম কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের উত্তর আমজাখালী এলাকার মৃত ইউসুফ নবীর ছেলে।
মেজর মেহেদী হাসান জানান, মঙ্গলবার ভোরে হামলার জন্য কিছু জলদস্যু প্রস্তুতি নিতে জড়ো হয়েছে এমন খবররের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। জলদস্যুরা টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। পরে জলদস্যুরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৭টি দেশিয় বন্দুক, ২০ রাউন্ড গুলি ও ৯ টি গুলির খালি খোসা। ।
তিনি আরও জানান, নিহত দিদারুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত চিহ্নিত জলদূস্য। তার নামে কুতুবদিয়া ও মহেশখালী থানায় ১৩ টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৮)