বাটা সু’র অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৪০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের সাফল্য এবং অব্যাহত উপার্জনে উপর এই লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।
এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬১.৫১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৯.৮৪ টাকায়।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৮)