দ্য রিপোর্ট প্রতিবেদক: অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের। তবে হাল ছাড়ছেন না চিকিৎসকরা। বর্তমানে বরেণ্য এ নির্মাতা রাজধানীর ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

সোমাবার বিকেল পর্যন্ত এ নির্মাতার চিকিৎসায় নিয়োজিত মেডিকেলবোর্ড থেকে কোন সুখবর পাওয়া যায়নি। অবস্থা অবনতির কথাই জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে আমজাদ হোসেনের ছেলে নির্মাতা সোহেল আরমান বলেন, ‘বাবার অবস্থা ভালো নয়। বাবার কিডনি ঠিক মতো কাজ করছে না। আমরা বাবাকে বিদেশ নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখানকার চিকিৎসকরা জানিয়েছেন, এখানেই উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে। তারা শেষ চেষ্টাটুকু করতে চাইছেন।’

এদিকে গণমাধ্যমের বরাতে আমজাদ হোসেনের অসুস্থতার খবর চোখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে তিনি নিজ থেকে আমজাদ হোসেনের ছেলেদের ডেকে পাঠান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরে সোহেল আরমান বলেন, ‘সকালে ঘুম ভাঙে প্রধানমন্ত্রীর পিএস খোরশেদ ভাইয়ের ফোনে। তিনি আমাকে বললেন, প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চান, আপনারা চলে আসেন। এরপর বিশেষ পাশে আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম। তিনি বাবার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। যদি বিদেশে নিয়ে যাওয়া লাগে সেটাও তিনি ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’

রবিবার ব্রেইন স্ট্রোক করলে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। এখন সেই হাসপাতালেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২০, ২০১৮)