বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আরিফ শিকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই কিশোরীর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় মামলা দায়ের করলে পুলিশ আরিফকে আটক করে।
আটক আরিফ শিকদার উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের নুরুল শিকদারের ছেলে। তিনি পলাশের ডাঙ্গার ক্যাপিটাল পেপার মিলের একজন শ্রমিক।
পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, কিছুদিন আগে আরিফ শিকদার ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিক বার ধর্ষণ করেন। সম্প্রতি ওই কিশোরী বিয়ের কথা বললে আরিফ তাতে অস্বীকৃতি জানান।
ওসি বলেন, পরে বিষয়টি ওই কিশোরীর পরিবার জানতে পেরে থানায় অভিযুক্ত আরিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। পরে পুলিশ তাকে আটক করে আদালতে পাঠিয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২০, ২০১৮)