কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় নিশান ও নিলয় নামে দুই সহোদর নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারো মাইল মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশান ও নিলয় ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, নিশান ও নিলয় তাদের নিজস্ব ইঞ্জিনচালিত ট্রলি মেরামত করে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পরীক্ষার জন্য নিয়ে যান। এ সময় মতিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে নিশান ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ট্রলিতে থাকা ছোট ভাই নিলয়কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনিও মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৮)