ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান, আটক ১
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলা গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। এসময় একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি বইসহ আখতারুজ্জামান সাগর (২০) নামে জেএমবি এক সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করেন খুলনা র্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আল রাজিব।
তিনি সাংবাদিকদের জানান, কালুহাটি গ্রামে সরাফত হোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আখতারুজ্জামান সাগরকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে। আটক সাগর ওই গ্রামের কৃষক শারাফত হোসেনে ছেলে।
তিনি আরও জানান, আটক সাগর দুই বছর আগে জেএমবির সঙ্গে সম্পৃক্ত ছিল। তাবে স্থানীয়রা জানান— ওই যুবক একজন মানসিক ভারসাম্যহীন। তাকে পাবনার মানসিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে ভোর সাড়ে চারটার দিকে কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি চারপাশ ঘিরে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৮)