কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলায় আশেক উল্লাহ (১৩) নামের এক কিশোরকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া থেকে এ কিশোরকে অপহরণ করা হয়।

অপহরণের পর কিশোরকে হত্যা করে তার লাশ গুম করা হয়েছে বলে কিশোরের পরিবার অভিযোগ করেছে। অপহৃত কিশোর আশেক উল্লাহ পশ্চিম কালাগাজির পাড়া এলাকার মৃত রহমত উল্লাহর পুত্র।

অপহৃতের ভাই হাফেজ আমান উল্লাহ জানান, তার ভাই আশেক উল্লাহকে সকাল ১০টার দিকে সন্ত্রাসী জালাল বাহিনীর লোকজন ধরে পাহাড়ে নিয়ে যায়। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। রাত ৮টা পর্যন্ত তার ভাইয়ের কোনো খবর পাননি। তিনি দাবি করেন, পূর্ব শক্রতার জের ধরে সন্ত্রাসী বাহিনী তার ভাইকে অপহরণের পর হত্যা করে তার লাশ পাহাড়ে গুম করা হয়েছে।

স্থানীয় হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান এনামুল করিম জানান, কিশোরের পরিবার ও স্থানীয় লোকজন এ অপহরণের বিষয়টি জানিয়েছেন। তিনি পুলিশকে অবহিত করেছেন।

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এসএএম/এপি/এএল/মার্চ ৬, ২০১৪)