আশুলিয়ায় সিলিন্ডারের আগুনে দম্পতি দগ্ধ
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় রান্না করতে গিয়ে সিলিন্ডারের গ্যাসের আগুনে পোশাক শ্রমিক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দম্পতি হচ্ছেন রফিকুল ইসলাম ও লাইজু বেগম। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর গ্রামে। তারা দুজনই আশুলিয়ার ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, রাতে রান্নার পর সিলিন্ডার গ্যাসের চুলা ভালো মতো বন্ধ করা ছিল না। সকালে রান্না করতে আগুন জালালে পুরো কক্ষে হঠাৎ সিলিন্ডারের আগুন ছড়িয়ে পড়ে। এতে কক্ষে থাকা ওই গার্মেন্ট শ্রমিক দম্পতি অগ্নিদগ্ধ হন। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয় বলে জাবেদ মাসুদ জানান।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২১, ২০১৮)