সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে ড. কামাল ও মির্জা ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : দীর্ঘ দিনপর ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাকুঞ্জে গেলেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান তারা। এ সময় তাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. মাহবুবুর রহমানও ছিলেন।
বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় তারা অনুষ্ঠানে যোগ দেন এবং নিয়মমাফিক সেখানে অবস্থান করেন। মাহবুবুর রহমানকে উদ্ধৃত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম এবং মাহবুবুর রহমান সেনাকুঞ্জে গিয়েছিলেন।
অনুষ্ঠানে কামাল হোসেন, মির্জা ফখরুলসহ উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল বিনিময় হয় বলেও জানা গেছে।
পরে মাহবুবুর রহমানের বলেন, ‘আমরা সেনাকুঞ্জে অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনুষ্ঠান উপভোগ করেছি।’
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২২,২০১৮)