দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রভাব নিয়ে জানতে বিশেষজ্ঞদের সঙ্গে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনে এই মেশিনের কী ধরনের প্রভাব পড়তে পারে, বৈঠকে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর লেকশোর হোটেলে তথ্যপ্রযুক্তিসহ নানা খাতের বিশেষজ্ঞদের নিয়ে এ বৈঠক হবে। এতে বিএনিপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা থাকবেন বলে জানা গেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারি হামিম বলেন, বিকেলে বিশেষজ্ঞদের নিয়ে স্টিয়ারিং কমিটির একটি আলোচনা হবে। এরপর সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করা হবে।

ঐক্যফ্রন্টের এক শীর্ষ নেতা সাংবাদিকদের বলেন, বৈঠকে ইভিএমের কার্যকারিতা, ভোট কারচুপির বিষয় এবং এর জনবান্ধবতা নিয়ে আলোচনা হবে।

‘বিশেষজ্ঞদের মতামতের পর ইভিএম নিয়ে আমরা একটি সিদ্ধান্ত জানাব। আপত্তি থাকলে সেগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনকে জানানো হবে।’

সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান, আ স ম আবদুর রব, মিসেস তানিয়া রব, আব্দুল মালেক রতন, শহিদুদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও সুলতান মনসুরের উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন থাকবেন কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২২, ২০১৮)