ঢাবির আরেক শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক এক শিক্ষার্থীর পর সাত দিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।
ওই শিক্ষার্থীর নাম হুজাইফা রশিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র।
এ নিয়ে গত দশ দিনে বর্তমান ও সাবেক চারজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।।
গত ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাহমিদা রেজা সিলভী নামে এক ছাত্রী আত্মহত্যা করেন।
এর দুইদিন পর ১৪ নভেম্বর আত্মহত্যা করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী লাইলা আঞ্জুমান ইভা।
সর্বশেষ গত ১৬ নভেম্বর মেহের নিগার দানি নামে ইংরেজি বিভাগের সাবেক এক ছাত্রী আত্মহত্যা করেন।
হুজাইফা রশিদের সহপাঠি আমিনুল ইসলাম রাফি জানান, বৃহস্পতিবার দুপুরে হুজাইফা টঙ্গিতে তার নিজ বাড়ির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
হুজাইফা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দুইবার ইয়ারড্রপ করেছিল। পুনরায় ভর্তির পর এবছরও ঠিক মতো ক্লাস-পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে তাকে কিছুটা হতাশ মনে হতো।
তিনি কী কারণে আত্মহত্যা করেছেন; সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, হুজাইফা তার শিক্ষা জীবন নিয়ে কিছুটা হতাশ ছিল। আমরা তাকে বুঝিয়েছি। কিন্তু হঠাৎ করেই আত্মহত্যা করে বসলো।
ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম রব্বানী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা আজকেই আত্মহত্যা প্রতিরোধে কর্মশালা করলাম। তার মধ্যেই আবার এমন খবর!
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২৩,২০১৮)
(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ২৩,২০১৮)