উপজেলা পরিষদ নির্বাচন
চট্টগ্রামের ৩ উপজেলায় বিএনপি’র প্রার্থী ঘোষণা
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের ৩ উপজেলায় একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রামের উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নের প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল নোমান এ সব উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ফটিকছড়িতে উত্তর জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক সরোয়ার আলমগীর, রাঙ্গুনিয়ায় উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত এবং রাউজান উপজেলায় মোহাম্মদ আনোয়ারকে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/এএল/মার্চ ৭, ২০১৪)