তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব আউয়াল বহিষ্কার
দ্য রিপোর্ট প্রতিবেদক : গঠনতন্ত্র লঙ্ঘন করায় তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৩ নভেম্বর) রাতে তরীকত ফেডারেশনের বর্তমান মহাসচিব শেখ রেজাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৮ এপ্রিল একই কারণে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। সঠিক উত্তর না পাওয়া এবং গঠনতন্ত্র লঙ্ঘন করে তরীকত ফেডারেশনের বাইরে গিয়ে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে রাজনৈতিক জোট গঠন করায় এম এ আউয়ালকে বহিস্কার করা হলো।
এ বিষয়ে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী সাংবাদিকদের বলেন, এম এ আউয়াল দলের বাইরে গিয়ে একটি জোট করেছেন। এ ছাড়া তিনি ওই জোটের হয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এ দুটি বিষয় গঠনতন্ত্রের লঙ্ঘন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।
এম এ আউয়াল ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তরীকত ফেডারেশনের মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ এপ্রিল ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে সভাপতির ক্ষমতা বলে এমএ আউয়ালকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। অপর সিদ্ধান্তে গঠনতন্ত্রের দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হককে মহাসচিব পদে মনোনয়ন দেয়া হয়।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৪, ২০১৮)