টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকালে গণপিটুনিতে গিট্টু রাসেল (২৬) নামে এক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গিট্টু রাসেল টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরিচপুর এলাকায় ছিনতাইকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ গিট্টু রাসেলসহ অন্যদের গ্রেফতারের জন্য ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রাত ৯টার দিকে টঙ্গীর নেককারবাড়ি এলাকায় ৭/৮জন শ্রমিকদের ধরে দেশীয় অস্ত্র দিয়ে তাদের গতিরোধ করে গিট্টু রাসেল ও তার সঙ্গীরা। এ সময় তারা চিৎকার দিলে এলাকাবাসী গিয়ে গিট্টু রাসেলকে ধরে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। গণপিটুনিতে গিট্টু রাসেল ঘটনাস্থলেই মারা যান।
তার বিরুদ্ধে টঙ্গী থানায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৪, ২০১৮)