আশুলিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বাবা।
শনিবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা ঝুমা আকতার (২৫) ছেলে আবদুল্লাহ (০৩)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তাৎক্ষণিকভাবে বাবার নাম জানা যায়নি।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, একই পরিবারের ওই তিনজন মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে সাভার যাচ্ছিল। পথে উপজেলার নয়ারহাট এলাকায় একটি বেপরোয়াগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন বাবা। তাকে উদ্ধার করে উপজেলা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৪, ২০১৮)