দ্য রিপোর্ট ডেস্ক : বাস্তব জীবনে এবার বিবিসির সম্পাদকের দায়িত্ব নিতে যাচ্ছেন হলিউডের খ্যাতিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

জানা গেছে, বড়দিনকে সামনে রেখে বিবিসি রেডিও ফোর-এর ‘টুডে’ অনুষ্ঠানটির জন্য অতিথি সম্পাদক হিসেবে কাজ করবেন তিনি।

এ বছর অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ।

জোলির এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে অনুষ্ঠানটির জন্য বিবিসি রেডিওর কর্মীদের সঙ্গে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি।

আগামী ২৮ ডিসেম্বর বিবিসির অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি। এই অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে আমন্ত্রণ জানাবেন তিনি।

আগেও বিবিসির অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থী দিবস উপলক্ষে বিবিসি রেডিওর ‘উইমেন্স আওয়ার’ অনুষ্ঠানের বিশেষ এক আয়োজনে অতিথি সম্পাদক হয়েছিলেন তিনি।

অ্যাঞ্জেলিনা জোলি একজন মার্কিন অভিনেত্রী ছাড়াও একাধারে চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৌষী। তিনি ৩ বার গোল্ডেন গ্লোব পুরস্কার, ২ বার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং ১ বার একাডেমি পুরস্কার লাভ করেছেন।

চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন।

বিশ্বব্যাপী মানবতার প্রচার, এবং বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন। রূপালী পর্দার অন্তরালে তার ব্যক্তিগত জীবন প্রায় সময়ই গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৫, ২০১৮)