কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় চরমোনার ওরশ কাফেলার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া, অন্য একটি দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বাস খাদে পড়ে নিহতরা হলেন- মাহাতাব (৫০) ও আব্দুল কাদের (৬৫)। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন। আর নিহত মোটরসাইকেল আরোহীর নাম মাসুম (৫০)।
রোববার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার মিজাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাতাবের বাড়ি নওগাঁ জেলার মুকন্দপুরে এবং আব্দুল কাদের একই জেলার দোগাছি গ্রামের বাসিন্দা ছিলেন।
কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের উপপরিচালক ফিরোজ কুতুবী জানান, ভোরে মিজাপুর এলাকায় যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-০৯০৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় মাহাতাব নামের একজন নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় আব্দুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসাইন জানান, এখন যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, আরো একজনকে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসের চালকের সহকারী জামিরুল ইসলাম জানান, ভোরে খোকসা বাসস্ট্যান্ড পার হওয়ার পর ড্রাইভার তরিকুল ইসলাম ঘুমিয়ে পড়েন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। তাকে আটক করতে পারেনি পুলিশ।
অপরদিকে, সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মাসুম কুষ্টিয়া শহরতলীর পূর্ব মজমপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৫, ২০১৮)