নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, উপজেলার গুনাইহাটি এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৫, ২০১৮)