এএমসিএলের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এএমসিএলের (প্রাণ) পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৯৪ টাকা। ৩০ জুন ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৩৯ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর, সকাল সাড়ে ৯টায়, ফুজি ট্রেড সেন্টার, প্রগতি স্বরণী, উত্তর বাড্ডা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৫, ২০১৮)