দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি বিউটি পার্লারের ভেতর এক নারী গণধর্ষিত হয়েছেন। শনিবার সেখানকার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারা তিনজনকে গ্রেফতার করেছে। খবর খালিজ টাইমসের।

খবরে বলা হয়েছে, কলকাতার তিলজালা এলাকায় ওই ঘটনা ঘটেছে। কলকাতার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেছেন, একটি মেডিকেল পরীক্ষায় ওই নারী ধর্ষিত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের কাছে করা ওই নারীর অভিযোগে জানা গেছে, অভিযুক্ত একজন তাকে ওই বিউটি পার্লারে আসতে বলে এবং সেখানে যাওয়ার পর তাকে সে ধর্ষণ করে। ওইসময় সেখানে থাকা দুজন ব্যক্তি পুরো ঘটনা ভিডিও করেন। পরে তারাও পর্যায়ক্রমে ধর্ষণ করে।

পুলিশের কর্মকর্তা আরও বলেন, ওই ঘটনার ভিডিও ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা তাকে ধর্ষণ করা অব্যাহত রাখে।

তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছি। এছাড়া আমাদের বিশেষ অফিসাররা ওই নারীর সঙ্গে কথা বলেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৫, ২০১৮)