নানকের বদলে সাদেক, নাছিমের আসনে গোলাপ
দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়বেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।
বেশ কয়েকদিন ধরে নানা গুঞ্জনের পর অবশেষে রবিবার পরপর দুইবার আসনটি থেকে নির্বাচিত সাংসদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের বদলে তার নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বদলে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৫, ২০১৮)