দর পতনের শীর্ষে কোহিনুর কেমিক্যালস
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৯ দশমিক ২৭ শতাংশ বা ৯০ টাকা ৩০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৭৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৩২ বারে ২৫ হাজার ৮০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ কোটি ৬৬ লাখ ৩২ হাজার টাকা।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৭২ শতাংশ বা ৩৯ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৯০৭ বারে ৩ লাখ ১৩ হাজার ৭১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২০ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এমএল ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৪৮ শতাংশ বা ৭ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৮ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৪৯ বারে ১৬ লাখ ১৪ হাজার ২৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭২ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ফরচুন সুজ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এসকে ট্রিমস, কাট্টালি টেক্সটাইল, মিথুন নিটিং, সিলভা ফার্মা ও স্টাইল ক্র্যাফ্ট লিমিটেড।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৫, ২০১৮)