প্রার্থী চূড়ান্ত হবে বুধবারের আগেই: মির্জা ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বুধবারের আগেই জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সব আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে।
রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে রবিবার এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চারদিন ধরে তারা দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের সব দল ও ২০ দলীয় শরিকরাও সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে। এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো যাবে।
তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর, বুধবার। তার আগেই প্রার্থী চূড়ান্ত করার কাজ শেষ করব। যদি প্রয়োজন হয় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ও কিছুটা বাড়ানো হবে।
বিএনপি মহাসচিব বলেন, তারা বিশ্বাস করেন- শেষ পর্যন্ত যদি তারা নির্বাচনে থাকতে পারেন, সরকার ও নির্বাচন কমিশন যদি সেখানে বড় রকমের বাধা না হয়, তাহলে বিজয় তাদের সুনিশ্চিত।
নির্বাচন কমিশন বলছে, প্রশাসনে কর্মকর্তাদের রদবদলে বিএনপির দাবি অযৌক্তিক- এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের বিষয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের সামনে যে বক্তব্য দিয়েছেন, সেটাই যথেষ্ট। প্রত্যেকটি দল, সুশীল সমাজ, যারা নির্বাচনী কাজ করছে, তারা সবাই বলেছে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি।
বিএনপি মহাসচিব বলেন, সিইসিকে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার তালিকা দিলাম কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই করতে পারেনি। যেসব কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার কথা বলেছিলাম, সে সম্পর্কেও সিইসি বলে দিয়েছেন, বদল হবে না।
মির্জা ফখরুল বলেন, তারা খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন কিন্তু দেওয়া হয়নি। বরং পাল্টা একটার পর একটা মামলা দিচ্ছে। নির্বাচন করার মতো যোগ্য ও সিনিয়র নেতাদের কারারুদ্ধ করে রাখা হয়েছে। এরপরও নির্বাচনী কাজ করার চেষ্টা করছি। মাঠে থাকার চেষ্টা করছি। শেষ পর্যন্ত লড়াই করে যাব।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৫, ২০১৮)