মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ট্রাকচাপায় লিয়াকত হোসেন(৬০) নামে এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই রিকশার চালকও। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত হোসেন শিবালয় উপজেলার ভাওয়ালকান্দি গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া ঘাটগামী একটি ট্রাক পেছন থেকে ওই রিকশাকে চাপা দেয়। এতে যাত্রী লিয়াকত ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে লিয়াকতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৮)