মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ২
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার বোলগ্রামে ট্রাক খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার (২৬ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুরের মো. খোকন (৩৫) ও লক্ষ্মীপুরের মোহাম্মদ আলী (৩৪)।
আহতরা হলেন- ফেনীর দাগনভূঁয়া এলাকার জিয়াউল ইসলাম (৩০) ও স্বরুপকাঠির আব্দুল মালেক। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পিরোজপুর থেকে গাছের চারা নিয়ে ভাই ভাই পরিবহনের একটি ট্রাক মুন্সিগঞ্জ যাচ্ছিল। পথে সোমবার সকাল ৬টার দিকে ট্রাকটি রাজৈর উপজেলার বোলগ্রাম এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই ব্যক্তি মারা যান। নিহতরা ট্রাকের চালক ও হেলপার বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ভোরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রাকের চালকসহ দুইজনের মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৮)