ইউক্রেনের ৩ জাহাজ জব্দ করল রাশিয়া
দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিমিয়ার কাছে কৃষ্ণসাগরের সীমানা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অচলাবস্থা মারাত্মক আকার ধারণ করেছে।
রোববার (২৫ নভেম্বর) ইউক্রেনের তিনটি জাহাজ ক্রিমিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়লে রাশিয়া ওই জাহাজগুলো জব্দ করে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারন করেছে। এ সময় বেশ কয়েকজন ইউক্রেনীয় কর্মকর্তা আহত হয়েছেন। খবর বিবিসির।
এ ঘটনায় দেশ দুটি একে অন্যকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেদ্রো পোরোশেংকো বলেছেন, এর প্রতিক্রিয়ায় তিনি পার্লামেন্টে সোমবার সামরিক আইন জারির ঘোষণার জন্য আহ্বান জানাবেন।
ইউক্রেন বলছে, রাশিয়া জাহাজের পথ আটকাতে চেষ্টা করে। যদিও এর পর নৌযানগুলো কের্চ স্ট্রেইটের উদ্দেশ্যে চলছিল, কিন্তু ট্যাংকার দ্বারা বাধাপ্রাপ্ত হয়।
তবে রাশিয়ার দাবি-ইউক্রেনের জাহাজগুলো সমুদ্রসীমা সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের ১৯ ও ২২ নম্বর ধারা লঙ্ঘন করায় সেগুলো আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৬, ২০১৮)