বি চৌধুরীর বাসায় বিদেশি কূটনীতিকরা
দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বারিধারায় বি চৌধুরীর বাসায় চীনের কূটনীতিকদের সাথে প্রথম বৈঠক হয়। বৈঠকে চার সদস্যের চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ঝাং জু।
এরপর বেলা দেড়টা পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়ার কূটনীতিকরা বিকল্প ধারা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বি চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন, এইচ এম গোলাম রেজা রয়েছেন।
ফ্রান্স, সুইডেন, যুক্তরাষ্ট্র ও জার্মান কূটনীতিকদের সঙ্গেও বদরুদ্দোজা চৌধুরীর বসার কথা রয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে যুক্তফ্রন্ট।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৬, ২০১৮)