দ্য রিপোর্ট প্রতিনিধি: ফেসবুক ম্যাসেঞ্জারে নারী সহকর্মীদের আপত্তিকর প্রস্তাব দেয়াসহ বিভিন্ন অভিযোগ ওঠা নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. গোলামুর রহমানকে ওএসডি করা হয়েছে। সেখানে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গোলামুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করা হয়েছে।

অপর আদেশে নাটোরের নতুন ডিসি নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. শাহরিয়াজ।

গোলামুর রহমানের বিরুদ্ধে ম্যাসেঞ্জারে নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানি ও গোপনে বাংলোতে ডাকার অভিযোগ ওঠে। ওই অভিযোগের বিষয়ে ওই ম্যাজিস্ট্রেট জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠিও দেন। এছাড়া অন্য নারীদেরও কুপ্রস্তাব ও ম্যাসেঞ্জারে আপত্তিকর কথোপকথনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া কর্মচারীদের মারপিট এবং সরকারি দফতরের বিভিন্ন কাজে অসহযোগিতা এবং নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সরকারি এ কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৬, ২০১৮)