দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিলের আশঙ্কায় এমনটা করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকাল থেকে প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়। যদিও আগে থেকেই চূড়ান্ত করা ছিল বিএনপির প্রার্থী তালিকা।

মনোনয়ন দেয়া অনেক আসনে একাধিক প্রার্থী রাখা হয়েছে। তবে দলের প্রয়োজনে শেষ পর্যন্ত একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে।

বিএনপির মনোনয়ন ফরমে সই করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কারাবন্দি খালেদা জিয়ার জন্য তিনটি আসনের মনোনয়নের চিঠি তার প্রতিনিধিদের হাতে হস্তান্তরের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জা ফখরুল।

সে সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের প্রয়োজনে শেষ পর্যন্ত একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিএনপিতে যোগ দিয়েছেন। এ ব্যাপারে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এক আসনে একাধিক প্রার্থী দিচ্ছি। কারণ কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে যেন সেটা খালি না থাকে।’

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ঐক্যফ্রন্ট ও ২০ দলের মধ্যে আসন নিয়ে বোঝাপড়া হচ্ছে। আসন বিন্যাস করা হচ্ছে। এই কারণে একটু সময় বেশি নেয়া হচ্ছে।'

যেসব আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকছে তা নিম্নে আলোচনা করা হল;

রংপুর

রংপুর-১ মোকাররম হোসেন সুজন, রংপুর-২ ওয়াহিদুজ্জামান মামুন/মোহাম্মদ আলী, রংপুর-৩ মোজাফফর আহমদ/রিটা রহমান, রংপুর-৪ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ সোলায়মান আলম/ডা. মমতাজ, রংপুর-৬ সাইফুল ইসলাম।

বরগুনা

বরগুনা-১: মতিউর রহমান তালুকদার/নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২: নুরুল ইসলাম মনি

পটুয়াখালী

পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২: সুরাইয়া আখতার চৌধুরী/শহীদুল আলম তালুকদার/সালমা আলম, পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি/হাসান মামুন/মো. শাহজাহান, পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মুনির।

ঝালকাঠি

ঝালকাঠি-১: শাহজাহান ওমর, ঝালকাঠি-২: রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো/জেবা খান, পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল, শাহজাহান মিয়া

বরিশাল

বরিশাল ১: জহিরউদ্দিন স্বপন/আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু/শহিদুল হক জামাল, বরিশাল-৩: জয়নুল আবদিন/সেলিমা রহমান, বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ/রাজীব আহসান, বরিশাল-৫: মজিবর রহমান সারোয়ার/এমাদুল হক চাঁন, বরিশাল-৬: আবুল হোসেন খান, রশিদ খান

কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১: আবুল হাসনাত কায়কোবাদ, কুড়িগ্রাম-২: আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩: তাজভীরুল ইসলাম/আবদুল খালেক, কুড়িগ্রাম-৪: আজিজুর রহমান/মোখলেছুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-১: মো. শাহজাহান মিয়া/বেলাল বাকী, চাঁপাইনবাবগঞ্জ-২: আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওয়াহেদ/হারুনুর রশীদ।

নওগাঁ

নওগাঁ-১: সালেক চৌধুরী, মোস্তাফিজুর রহমান/মাসুদ রানা, নওগাঁ-২: শামসুজ্জামান খান/খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওগাঁ-৩: রবিউল আলম বুলেট/পারভেজ আরেফীন সিদ্দিকী জনি, নওগাঁ-৪: শামসুল আলম প্রামানিক/একরামুল বারী টিটো, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম/নজমুল হক সনি, নওগাঁ-৬: আলমগীর কবির/শেখ রেজাউল ইসলাম।

রাজশাহী

রাজশাহী-১: আমিনুল হক, রাজশাহী-২: মিজানুর রহমান মিনু/সাঈদ হাসান, রাজশাহী-৩: শফিকুল হক মিলন/মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪: আবু হেনা/মো. আবদুল গফুর, রাজশাহী-৫: নাদিম মোস্তফা/নজরুল মন্ডল, রাজশাহী-৬: আবু সাঈদ চাঁন/নুরুজ্জামান খান মানিক।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)