দ্য রিপোর্ট প্রতিবেদক : ইভিএম বাতিল না করায় নির্বাচন বর্জন নয়, বিএনপি যে কোনো মূল্যে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ড. কামালের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ঐক্যবদ্ধভাবে নির্ববাচন করতে মনোনয়ন নিয়ে ঐক্যফ্রন্টের দলগুলোর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নের বিষয়ে বৈঠকে বসেন ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, গতকাল সোমবার বিকাল থেকে প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন দেয়া অনেক আসনে একাধিক প্রার্থী রাখা হয়েছে।

তবে দলের প্রয়োজনে শেষ পর্যন্ত একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।

অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে।

বিএনপির মনোনয়ন ফরমে সই করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)