ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত পরে: ড. কামাল
দ্য রিপোর্ট প্রতিবেদক : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেয়া হচ্ছে, পরবর্তী সময় আলোচনাসাপেক্ষে জাতীয় ঐকফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে বেইলি রোডের নিজ বাসায় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. কামাল।
এদিন তার বাসায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নের বিষয়ে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ইভিএম বাতিল না করায় নির্বাচন বর্জন নয়, যে কোনো মূল্যে নির্বাচনে যাব।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)