দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। চিঠি পেতে দলীয় মনোনয়নের চূড়ান্ত টিকিট বিতরণের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল থেকেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষায় বিএনপি নেতারা।

সোমবার (২৬ নভেম্বর) বিকাল থেকে মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। ওই দিন রংপুর, রাজশাহী, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের আংশিক আসনের দলের প্রার্থীদের চিঠি দেয় বিএনপি।

মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং সাংগঠনিক বিভাগ ফরিদপুর ও ময়মনসিংহের প্রার্থীদের চিঠি দেয়া হবে।

এ জন্য সকাল ৯টা থেকেই বিএনপি নেতারা গুলশান কার্যালয়ের সামনে এসে হাজির হয়েছেন। মনোনয়নপ্রত্যাশীদের কর্মী-সমর্থকরা নিজ নিজ নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন।

এর মধ্যে দুই দফা মাইকে মনোনয়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়া হয়। তবে এখনও মনোনয়ন ফরম দেয়ার কার্যক্রম শুরু হয়নি।

ড. কামাল হোসেনের বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বৈঠকের কারণে মনোনয়নের চিঠি হস্তান্তর করতে দেরি হচ্ছে।

সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম দেয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার বগুড়া ৬, ৭ ও ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের হাতে চিঠি দেয়া শুরু করে বিএনপি।

কার্যক্রমের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কার্যক্রম চলে রাতভর।

শুরু থেকে অনেক আসনে দুজন প্রার্থীকে চিঠি দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এ সংখ্যা আরও বেশি। প্রার্থীদের নামে মামলাসহ নানা কারণে কোনো আসনে যেন দলের প্রার্থী শূন্য না থাকে, সে জন্য বিকল্প প্রার্থী রাখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)