চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী আটক
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের তিন উপজেলা থেকে ২৫ বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়ায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে সাতকানিয়া থেকে ১১, সীতাকুণ্ড থেকে ১০ ও লোহাগাড়া থেকে ৪ জনকে আটক করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, নাশকতার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শাহজাহান জানান, রাতে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এমডি/শাহ/মার্চ ০৭, ২০১৪)