সিএমএইচে ভর্তি এরশাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আবারও হাসপাতলে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে অসুস্থতা বোধ করায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।
এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যানকে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাঁটুর তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি।
তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন চূড়ান্ত করার আগে এরশাদের আবারও অসুস্থ হওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
এর আগে গত ১৬ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে ভর্তি হয়েছিলেন এরশাদ।
(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৭, ২০১৮)