দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন মনোনয়নবঞ্চিত চার কেন্দ্রীয় নেতা। তারা হলেন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বিএম মোজাম্মেল হক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে তারা গণভবনে যান। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত দেড় শতাধিক কর্মকর্তা শেখ হাসিনা সরকার ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলেছেন বলে সূত্রে জানা গেছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান এমপি জাহাঙ্গীর কবির নানক। তার আসনে দলের মনোনয়ন পান সাদেক খান। আবদুর রহমানের ফরিদপুর-১ আসনে মনোনয়ন পান রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মনজুর হোসেন। বাহাউদ্দিন নাছিমের মাদারীপুর-৩ আসনে নৌকার টিকিট পান দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। শরীয়তপুর-১ আসনে বিএম মোজাম্মেল হকের বদলে মনোনয়ন পান কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন অপু।

আ’লীগের মনোনয়ন পেয়েছেন আরও দুইজন। তারা হলেন ঢাকা-১৭ আসনে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান এবং ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তাদের চিঠি দেন দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এর আগে ঢাকা-১৭ আসনে চিত্রনায়ক ফারুককে চিঠি দেয়া হয়।

অন্যদিকে প্রথম ধাপে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়নি সৈয়দা সাজেদা চৌধুরীকে। প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৮)