দ্য রিপোর্ট ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বুধবার (২৮ নভেম্বর) একটি রাসায়নিক কারখানার পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাট-এ দেওয়া এক বিবৃতিতে এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণে ট্রাকসহ অন্তত ৫০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

চীনে মাঝেমধ্যেই রাসায়নিক কারখানা বা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। চলতি মাসেই উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনে যন্ত্রপাতি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দুই জন নিহত এবং ২৪ জন আহত হন। মধ্যরাতের কিছু আগের এ বিস্ফোরণে অন্তত ৪১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৮, ২০১৮)