পাবনায় ট্রলিচাপায় মা-মেয়ে নিহত
পাবনা প্রতিনিধি : পাবনায় বালুভর্তি ট্রলিচাপায় রিনা খাতুন (৩৫) নামে এক নারী ও তার মেয়ে বর্ষা (৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী আকবর আলী।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জালাল উদ্দিন জানান, ভ্যানচালক আকবর আলী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। আকবরকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ট্রলি ফেলে পালিয়েছেন ঘাতক চালক। মেরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৮)