দ্য রিপোর্ট ডেস্ক: সুইডেনের স্টকহোমের একটি বিমানবন্দরে দেয়ালে ধাক্কা খেয়েছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ।

স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৬টার দিকে আরল্যান্ড বিমানবন্দরের এ দুর্ঘটনায় উড়োজহাজটিতে থাকা ১৭৯ যাত্রীর সবাই অক্ষত আছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশের এক লিখিত বিবৃতিতে জানানো হয়, বিমাবন্দরে একটি দেয়ালে ধাক্কা খায় উড়োজাহাজটি। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদে টার্মিনালে নেমে আসেন।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

যে টার্মিনাল এলাকার দেয়ালে ভারতীয় বিমানটি আছড়ে পড়েছে তা ওই বন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত মূল টার্মিনাল থেকে মাত্র ৫০ মিটার দূরে অবস্থিত।

ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় পড়া টার্মিনালের এক পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে বোয়িং বিমান। পুলিশের গাড়িও রয়েছে পাশেই।

ওই বিমানবন্দরের ওয়েবসাইটে দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটিকে নয়াদিল্লির বলে উল্লেখ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৯, ২০১৮)